close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মৌলভীবাজারে ভোক্তা অধিকার অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা..

Satyajit Das avatar   
Satyajit Das
ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-৯ কুলাউড়ার দক্ষিণ রবির বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে..

সত্যজিৎ দাস:

ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯,সিলেট আজ ২৩ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দক্ষিণ রবির বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

 

র‍্যাব-৯ সূত্র জানায়,অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা,যথাযথ লেবেল ছাড়া পণ্য বিক্রি, নকল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় চারটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

 

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:

১) জনতা ফার্মেসি: ৫০ হাজার টাকা।

২) তাজমহল ডিপার্টমেন্টাল স্টোর: ৩০ হাজার টাকা।

৩) ওয়াফি ফুড অ্যান্ড কনফেকশনারি: ২৫ হাজার টাকা।

৪) স্বাদ অ্যান্ড কোম্পানি: ৫ হাজার টাকা।

অভিযানে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১০ হাজার টাকা।

 

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,“ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজারে যেকোনো ধরনের প্রতারণা প্রতিরোধে র‍্যাব সর্বদা তৎপর। জনস্বার্থে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

 

উল্লেখ্য,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী পণ্যের মোড়ক ও লেবেল সংক্রান্ত বিধান মেনে চলা বাধ্যতামূলক। এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড,৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

 

সংশ্লিষ্টদের মতে,র‍্যাবের এই অভিযান বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে,ভেজাল ও নকল পণ্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।

Nenhum comentário encontrado


News Card Generator