close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলায় শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলী মোল্লা (৩৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ..

বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।ধর্ষণ চেষ্টাকারী যুবক আলী মোল্লা একজন মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর বলে জানিয়েছে এলাকাবাসী ও পুলিশ।তার বাড়ি খুলনা বলেও জানাগেছে।এই এলাকায় আট বছরের এক শিশুকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পাশের পুকুরপাড়ে ডেকে নেয় আলী মোল্লা।তখন শিশুটির খেলার সাথীরা ঘটনাটি প্রত্যাক্ষ করে পরিবারে কবর দেয়।পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে এবং স্থানীয়রা ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে ও আটক করে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন ধর্ষণচেষ্টাকারী পুলিশের হেফাজতে রয়েছে।তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রকৃয়াধিণ রয়েছে।

ম.ম.রবি ডাকুয়া
পাঠকদের ধন্যবাদ
1 0 Antwoord
Laat meer zien


News Card Generator