close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোংলায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্নের দাবীতে বিক্ষোভ সমাবেশ ..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
ম.ম.রবি ডাকুয়া,মোংলা
ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (২১ মার্চ) জুমার জামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ ..

থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল ধর্মুমপ্রান ল্লিরা আব্দুল হাই সড়কে সমাবেশে জড়ো হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বণিতে প্রকম্পিত হয়ে ওঠে শহর এলাকা।এসময় ইসরাইলি হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় তারা।বিক্ষোভ সমাবেশকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদ সম্বলিত প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসরাইলের পণ্য বয়কট সহ ঘাতক দেশটির সঙ্গে সকল কুটনৈতিক সম্পর্ক সহ সকল যোগাযোগ বন্ধ করার আহ্বান জানানো হয় দেশের জনগন ও সরকারের প্রতি।

没有找到评论


News Card Generator