close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলা বন্দরে ড্রেজিং ইকুইপমেন্ট নিতে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরে ড্রেজিং ইকুইপমেন্ট নিতে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল জাম্বু কিনাটি। নেদারল্যান্ডসের পতাকাবাহী এম ভি ‘জাম্বু কিনাটি’ হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার ..

জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণক্ষমতা ১৫০০ মেট্রিক টন। জাহাজটিতে দুটি ক্রেন রয়েছে। একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এ জাহাজটিতে চারটি অ্যাংকারেজ বোট ও একটি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি অ্যাংকারেজ বোটের ওজন ৪৪০ মেট্রিক টন। ক্রেনের ওজন ৫০ মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চীনের উদ্দেশ্য ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজে এর আগে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানা তিনি।

তিনি আরও বলেন, এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণক্ষমতা ছিল এক হাজার মেট্রিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণক্ষমতা দেড় হাজার মেট্রিক টন।

No comments found


News Card Generator