close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মোংলা বন্দরে ৫ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দরে পাঁচ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।অন্য পণ্য দেখিয়ে অবৈধভাবে আমদানি করা হয় এসব সিগারেট।..

মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দর জেটিতে পিআইএল বাংলাদেশ লিমিটেডের একটি ২০ ফিট কন্টেইনারে ভর্তি ওরিস সিলভার ব্রান্ডের এসব সিগারেট জব্দ করা হয়। এই কন্টেইনারে রিবন বা ফিতা আমদানির কথা ছিল।

মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান অবৈধভাবে এসব সিগারেট নিয়ে আসে। ৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার সিগারেটের মূল্য পাঁচ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা।

এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

 

Không có bình luận nào được tìm thấy