close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনা অফিস উদ্বোধন

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল, সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান দপ্তরের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।..

বুধবার (৪ জুন) সাড়ে ৩টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো: মাকরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি আরো জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল, সহজতর এবং বন্দর ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে বুধবার (৪ জুন) মোংলা বন্দরের খুলনাস্থ অফিস কার্যক্রম শুরু করা হয়েছে।

 

Không có bình luận nào được tìm thấy