close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত..

ম.ম.রবি ডাকুয়া avatar   
ম.ম.রবি ডাকুয়া
মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবন সংলগ্ন মোংলার জয়মনি এলাকায় ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।..

সোমবার (১৯ মে) সকাল ৯টায় চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলার ১৪ জন বাঘবন্ধু ও ভিটিআরটি ৭৬ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা, বন আইন, প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়োডাইভারসিটি বর্তমান পরিস্থিতি, ভিটিআরটির প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং, মানুষ এবং বন্যপ্রাণী দন্দ নিরাসন সহ বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতা।

এসময় মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী,চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা মিল্টন রয়, এসিসট্যান্ট কো-অর্ডিনেটর ওয়াইল্ডটিম মোঃ আবু জাফর, প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, চিলা ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি