রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত তল্লাশি ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে পরিচালিত একাধিক অভিযানে ২০ জন সন্দেহভাজন অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।
তথ্যমতে, সোমবার (৫ মে ২০২৫) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান-এর দিকনির্দেশনায় সংশ্লিষ্ট অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সক্রিয় দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশ জানায়, তাদের কারও বিরুদ্ধে আগেই আদালতের পরোয়ানা জারি ছিল, আবার কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।
আটকদের মধ্যে রয়েছেন—তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।
প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে।
মোহাম্মদপুর থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ তৎপরতা আরও জোরদার করা হবে।



















