close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মোবাইল ব্যবসায়ীদের নজিরবিহীন ধর্মঘট: 'এনইআইআর' সংস্কার না হলে অচলাবস্থা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Mobile phone shops nationwide are closed as traders strike, demanding urgent reforms to the NEIR system.

আজ রবিবার (৩০ নভেম্বর) সারা দেশে নজিরবিহীন ধর্মঘটের ডাক দিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি), যার ফলে দেশের প্রতিটি মোবাইল ফোনের দোকান বন্ধ রয়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা কার্যকরের সরকারি উদ্যোগ এবং বাজারে সিন্ডিকেটের একচ্ছত্র আধিপত্যের প্রতিবাদে ব্যবসায়ীরা এই কঠোর অবস্থান নিয়েছেন। শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে এমবিসিবি এই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে।

ব্যবসায়ীরা বলছেন, বিটিআরসি কর্তৃক আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা মোবাইল ব্যবসার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। তাদের মূল দাবি হলো—বাজার থেকে একচেটিয়া সিন্ডিকেট প্রথা বন্ধ করা, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে একটি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা এবং ব্যবসায়-বান্ধব ন্যায্য করনীতি প্রণয়ন করা। তাদের মতে, বর্তমান নীতিগুলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অস্তিত্বকে বিপন্ন করছে।

এই কর্মসূচির অংশ হিসেবে, আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার-পান্থপথ এলাকায় এমবিসিবির ডাকে একটি শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। রাজধানী ছাড়াও দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে স্থানীয় মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতারা একই সময়ে রাস্তায় নেমে এসে তাদের দাবি তুলে ধরছেন। এই গণ-আন্দোলনের মাধ্যমে তারা নীতিনির্ধারকদের কাছে তাদের উদ্বেগের বিষয়টি পৌঁছে দিতে চান।

এমবিসিবি হলো মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের স্বার্থরক্ষাকারী একটি প্রভাবশালী সংগঠন। সরকারি নীতি, আমদানি শুল্ক বা বাজারসংশ্লিষ্ট যেকোনো নতুন নিয়ম যা ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, সে বিষয়ে তারা আলোচনা এবং প্রতিবাদের মাধ্যমে সমাধানের চেষ্টা করে থাকে। সারা দেশের ব্যবসায়ীদের সঙ্গে তাদের নিবিড় সংযোগ থাকায় যেকোনো সংকটে তারা দ্রুত ও সার্বিক সমর্থন জোগাতে সক্ষম হয়। এই ধর্মঘট ইঙ্গিত দেয় যে, মোবাইল ফোন শিল্পে বিদ্যমান নীতিগত সমস্যাগুলো বর্তমানে এক চরম সীমায় পৌঁছেছে।

Walang nakitang komento


News Card Generator