ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় সংঘটিত আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি ইদ্রিস মাঝিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, এ ঘটনায় দায়ের করা গণধর্ষণ মামলার তদন্ত চলমান রয়েছে। ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সকল রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। তিনি বলেন, র্যাবের সহযোগিতায় মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৪ জানুয়ারি) সিলেট জেলার এক তরুণী তার প্রেমিকের সঙ্গে মনপুরায় আসেন। পরে অভিযুক্তরা তাদের বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একটি স্থানে নিয়ে যায়। সেখানে প্রেমিককে মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ওই তরুণীকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা স্লুইসগেট এলাকায় নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।
ঘটনার পরের দিন সকালে পুলিশ ভুক্তভোগী তরুণী ও তার প্রেমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরবর্তীতে ভুক্তভোগী নারী মনপুরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইদ্রিস মাঝিসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















