ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় নির্মাণাধীন বেড়িবাঁধ ধসে পড়ে মাটি চাপায় ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ওমর, সে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওমর বাড়ির পাশে খেলতে গিয়ে নদীর পাড়ে নির্মাণাধীন বাঁধের কাছে যায়। হঠাৎ বাঁধের একটি অংশ ধসে পড়ে এবং শিশুটি মাটির নিচে চাপা পড়ে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজির পরে দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওমরের মা কাঁদতে কাঁদতে বলেন,
"আমার ছেলে তো শুধু খেলতে গিয়েছিল... কে জানতো বাঁধটা ওকে মেরে ফেলবে!"