যশোরের মনিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ নগদ অর্থ জব্দ করা হলেও মূল অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টার দিকে মনিরামপুর থানাধীন কাটাখালী পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা মোঃ ইব্রাহিম (৩৮)-এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালায়।
তল্লাশিকালে ঘর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ হাজার টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত মোঃ ইব্রাহিম পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
পলাতক আসামি মোঃ ইব্রাহিম (৩৮), পিতা- বাবলু মোল্লা, মাতা- সুফিয়া বেগম। তার বাড়ি কাটাখালী পশ্চিমপাড়া, হরিদাসকাঠি ইউনিয়ন, ওয়ার্ড নম্বর-২, মনিরামপুর থানা, যশোর জেলায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইন বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।



















