close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মমতাজ আহমেদ উত্তরণ কর্তৃক আইসিবিসি প্রকল্প পরিদর্শন

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
মমতাজ আহমেদ উত্তরণ কর্তৃক আইসিবিসি প্রকল্প পরিদর্শনে মহিলা ও শিশু উন্নয়নের প্রকল্প পরিদর্শন এবং সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের কাজ নিরীক্ষণ করেন..

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়নাধীন আইসিবিসি প্রকল্প পরিদর্শন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, এনডিসি।

এ সময় তিনি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার নারী ও শিশু উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন কর্মসূচী পরিদর্শন করেন। সম্প্রতি তিনি বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলাধীন উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে চলমান সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের অভিভাবক ও গ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা এবং শিশুযত্ন কেন্দ্র পরিদর্শন করেন।

উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের যুগ্মসচিব এবং আইসিবিসি প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবা আক্তার, মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, জেলা শিশু বিষয়ক কর্মকতা শেখ আসাদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক (অঃ দাঃ) সাহেলা পারভীন, মোল্লাহাট থানার অফিসার ইনচর্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রকল্প ব্যবস্থাপক অছিকুর রহমান, উত্তরণের আরএমপিপ্রকল্পের কো-অর্ডিনেটর ফাতিমা হালিমা আহমেদ, উত্তরণের ফোকাল পার্সন মনিরুজ্জামান জমাদ্দার, মোল্লাহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রনীয়া আকতার, তথ্যসেবা কর্মকর্তা যুঁথিকা বিশ্বাস, অধ্যাপক জিন্নুররাইন সিকদার, উত্তরণ আইসিবিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী এ, এস ইকবাল হোসাইন প্রমুখ।

এদিকে সিনিয়র সচিব মমতাজ আহমেদ গাড়ফা গ্রামের একটি শিশুযত্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি শিশুদের থেকে কবিতা আবৃত্তি ও ছড়াগান শোনেন এবং ছোট্ট শিশুর পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য উপভোগ করেন। সকল শিশুদের নিয়ে কাজী নজরুল ইসলামের বিখ্যাত রণ সংগীত (চল চল চল...) পরিবেশন করেন। যত্নকারী ও সহকারী যত্নকারীদের সাথে আলাপকালে কেন্দ্রের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

সিনিয়র সচিব মমতাজ আহমেদ শিশুযত্নকেন্দ্র পরিদর্শন শেষে তিনি গাড়ফা গ্রামের সকল অভিভাবক ও কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে প্রকল্পের সার্বিক বিষয়ে অলোচনা ও মতবিনিময় সভায় তিনি প্রকল্পের আগামী বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

No comments found