য়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে। মঙ্গলবার (৩ জুন) ভোররাতে রাত ১টা ৩০ মিনিটে তাদের সীমান্ত এলাকায় প্রবেশ করানোর পর আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ, ৩ জন নারী এবং ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং অধিকাংশের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ২০০৫ সালে কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে ভারতের গুজরাট রাজ্যে প্রবেশ করেন। সেখানেই পরিবারসহ বসবাস শুরু করেন এবং স্থানীয় মুরগির দোকানে কর্মরত ছিলেন।
তবে ১০ দিন আগে গুজরাট পুলিশ তাদের বিভিন্ন এলাকা থেকে আটক করে। এরপর ভারতের বিভিন্ন এলাকা ঘুরিয়ে গাড়িতে করে বাংলাদেশ সীমান্তে এনে পুশইন করা হয়।
বিজিবি নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের মুন্সিপাড়া কোম্পানি কমান্ডার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তিরা দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাদেরকে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।”
এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।



















