ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আজিজ এবং সাধারণ সম্পাদক রাকিব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু।
এক শুভেচ্ছা বার্তায় মাহমুদুল হাসান বাবু বলেন, “ছাত্রদলের সংগ্রামী নেতৃত্বের এই পরিবর্তন আমাদের জন্য নতুন আশার বাতিঘর। আজিজ ও রাকিব দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল আরও সংগঠিত, সক্রিয় এবং আন্দোলনমুখী হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময় ছাত্র রাজনীতির জন্য এক কঠিন অধ্যায়। এ সময়ে সাহসী, চিন্তাশীল ও সংগঠকসুলভ নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আজিজ ও রাকিব এর মতো অভিজ্ঞ নেতারা দায়িত্ব পাওয়ায় তৃণমূল পর্যায়ে নতুন করে কর্মীদের মাঝে উদ্দীপনা ফিরে এসেছে।”
শুভেচ্ছা বার্তায় তিনি ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
		
				
			


















