close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মিথিলার ‘ওয়াশরুম ভিডিও’ বিতর্কে পাশে দাঁড়ালেন মাহি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
Mithila faces controversy over an old 'washroom video' before Miss Universe; actress Mahiya extends full support.

থাইল্যান্ডের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আগে পুরনো ওয়াশরুম ভিডিও বিতর্কে জড়িয়েছেন মিথিলা; পাশে দাঁড়িয়েছেন বন্ধু অভিনেত্রী সামিরা খান মাহি।

থাইল্যান্ডে আয়োজিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি পর্বের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে মিথিলার একটি পুরোনো ‘ওয়াশরুম ভিডিও’। ক্রমাগত নেতিবাচক প্রচারণায় বিব্রত মিথিলা সম্প্রতি এক লাইভে এসে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

মিথিলা নিশ্চিত করেন যে, বিতর্কিত ভিডিওটি প্রায় সাত থেকে আট বছর আগের ঘটনা। সেই সময় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। বন্ধুর এমন কঠিন পরিস্থিতিতে চুপ থাকেননি মাহি। বিতর্ক ও সমালোচনার জবাবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা শেয়ার করে মিথিলার প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন।

ভিডিও বার্তাটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, "যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।" এই মন্তব্যের মাধ্যমে মাহি প্রকারান্তরে সমালোচকদের উদ্দেশ্য করে দেশপ্রেমের প্রশ্নে প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেন, "তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।" মাহির এই অবস্থান সমাজে তারকাদের পারস্পরিক সমর্থন এবং জাতীয় পর্যায়ে প্রতিযোগীকে মানসিক শক্তি দেওয়ার গুরুত্বকে তুলে ধরেছে। এটি কেবল মিথিলার প্রতি সমর্থন নয়, বরং একজন আন্তর্জাতিক প্রতিযোগীকে নৈতিকভাবে শক্তিশালী করার আহ্বানও বটে।

コメントがありません


News Card Generator