মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রয়াত সাংবাদিক নিজাম উদ্দিনের গরুর খামারে আগুন লেগে খড়ের গাদা পুড়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে এই আগুন দিয়েছে।
ঘটনাটি ঘটে আজ বুধবার (২৮ মে) সন্ধ্যা ৭টার দিকে মিরসরাই পৌর সদরের নাজিরপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ খড়ের গাদায় ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই আগুনে খামারের গুরুত্বপূর্ণ খড়ের মজুদ সম্পূর্ণভাবে পুড়ে যায়, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে খামারটি। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত ঘটনা এবং দুর্বৃত্তদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মিরসরাই থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।