মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত জাকারিয়া জাহেদকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই বজলুল করিম বলেন, “গত রবিবার আমার ভাইয়ের একটি হাঁস ফয়েজ উল্ল্যাহ নামে এক প্রতিবেশীর বাড়িতে চলে যায়। তিনি হাঁসটি আটকে রাখেন। পরদিন আমার ভাবি সেটি নিয়ে আসেন। এরপর আজ সকালে জাকারিয়া জাহেদ এসে তর্ক শুরু করে এবং এক পর্যায়ে আমার ভাইয়ের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইসলাম বলেন, “ফজলুল করিমকে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তিনি আগেই মারা গিয়েছিলেন। তাঁর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন ছিল না।”
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “একজন বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পেয়েছি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার পর অভিযুক্তকে ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়েছে।”



















