close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ..

M.A Hossain avatar   
M.A Hossain
****

কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পরিচিতি সভা, শপথ গ্রহণ এবং মেজবানি অনুষ্ঠিত হয়েছে। কাতারের একটি রেস্টুরেন্টের হলরুমে আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রনির সঞ্চালনায় ও আহবায়ক মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া সিআইপি, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ফেনী সমিতির সভাপতি শহীদুল্লা হায়দার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল।

এর আগে মিরসরাই সমিতি কাতারের ২০২৫-২০২৭ দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন ও ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এন কে টিপু, সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির। আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে। অনুষ্ঠানে সমিতির সাবেক সদস্য বৃন্দ ও কাউন্সিলর বৃন্দ। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন জাফর উল্ল্যা, আবুল কালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক এন কে টিপু, সাবেক সহসভাপতি নুরুল হুদা বাবুল, নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, তরুণ সমাজসেবক সালাহ উদ্দিন মিয়াজি, সাহাদাত মিয়াজি, সাবেক সহসভাপতি ও বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রফেসর ফরহাদ হোসেন, কার্যকরী পরিষদের সদস্য মুছা মিয়াজি। বক্তারা আশা করেন নবনির্বাচিত কমিটি আগামীর দিনগুলোতে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে মিরসরাইয়ের ভাবমূর্তি দেশ ও দশের কাছে উজ্জ্বল করবে। সমিতির কার্যক্রমের প্রশংসা করেন সবাই। অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মেজবানী ও সংগীতানুষ্ঠান।

No comments found