close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মিরপুরে তামাকক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে তামাকক্ষেত থেকে সন্তোষী বালা দাস (৪৯) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে  উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকার একটি তামাকক্ষেত থেকে ঐ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
এর আগে সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত সন্তোষী বালা দাস উপজেলার মশান দাসপাড়া গ্রামের ঝন্টু কুমার দাসের স্ত্রী। 
 
এর আগে শুক্রবার বিকেলে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য শুকনা পাতা ও খড়কুটো সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন তিনি। 
 
বারুইপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মোফাকখার ইসলাম জিন্না খাঁন জানান,, বাড়ির পাশে একটি ছোট মুদিখানা দোকান রয়েছে তাদের। সেটাই দেখাশোনা করত সে। আর স্বামী দিনমজুরের কাজ করত। এভাবেই তাদের সংসার চলতো। ঘটনাস্থলের আশপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। পরিবার থেকে জানতে পেরেছি তার কানে স্বর্ণের দুল ছিল। সেটা ছিনিয়ে নিতে গিয়ে চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
 
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবার থেকে বলা হচ্ছে, নিহতের কানে স্বর্ণের দুল ছিল। কিন্তু লাশ উদ্ধারের সময় তা পাওয়া যায়নি। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।
No se encontraron comentarios