মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের উদ্যোগে মিরপুরের গাবতলী মাজার রোডে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি বিতরণ করা হয়েছে। আজ ২৭ মার্চ, পবিত্র রমজানের ২৬তম দিনের, বৃহস্পতিবার রাত ৩ ঘটিকার পর বিতরণ শুরু করে সেহেরির শেষ মহত্ত্ব পর্যন্ত কার্যক্রম চলমান রাখেন এবং সেহরির সময় শেষ হওয়ার মাধ্যমে মহতী আয়োজনের কার্যক্রম সম্পন্ন হয়।
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কর্মসূচির আয়োজন করেন দারুস সালাম থানা ছাত্রদলের মোঃ ওমর নাঈম ও নাজিম ওসমান।
রমজানের পবিত্রতা ও মানবিক সহমর্মিতার চেতনাকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়। এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Md Mehedi Hasan
6 mjeseca prije
আপনি মন্তব্য প্রকাশ করুন, আপনার মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।
0
0
Odgovor
Prikaži više