close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মিরপুরে গ্রেপ্তারকৃত আসামীর হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত..

মোঃ সম্রাট আলী avatar   
মোঃ সম্রাট আলী
****

কুষ্টিয়ার মিরপুরে গ্রেপ্তারকৃত আসামীর হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহতরা হলেন, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী। 

শুক্রবার (২ মে) সাড়ে ৮ টার দিকে মিরপুর থানা গেটের অদুরে পাল মিষ্টান্ন ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে। আহত কনষ্টেবল রুস্তমকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 শুক্রবার রাত সাড়ে ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার ডিউটি অফিসার। তবে নিজের নাম ও আসামীর নাম ঠিকানা দিতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

একাধিকবার (রাত ১১টা পর্যন্ত) মোবাইলে ফোন দিলেও রিসিভ করেননি মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম। সূত্র জানায়, মিরপুর থানার আমলা ক্যম্পের এস আই মনিরুল ও কনষ্টেবল রুস্তম আলী গ্রেপ্তারকৃত এক আসামীকে হ্যান্ডকাপ পরানো ছাড়াই মোটর সাইকেলের মাঝে বসিয়ে থানায় জমা দিতে আসছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে থানার কাছাকাছি পাল মিষ্টান্ন ভান্ডারের কাছে পৌঁছে চলন্ত মোটর সাইকেলের ওপর থেকেই আসামি তার কোমরে থাকা হাতুড়ি বের করে পেছনে থাকা কনষ্টেবল রুস্তমকে মাথায় আঘাত করে। বিষয়টি টের পেয়ে চালক এস আই মনিরুল বাধাদিলে তার মাথায়ও হাতুড়ির দিয়ে আঘাত করে ওই আসামী।

মাথায় হেলমেট থাকায় ওই এস আই গুরুত্বর আহত হওয়া থেকে বেঁচে যায়। পরে ওই হোটেলে নাস্তারত মিরপুর থানার দুই পুলিশ সদস্য এগিয়ে এসে আসামিকে থানায় নিয়ে যান।

No comments found


News Card Generator