মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। সম্পর্কে ভিকটিম তার খালা। সোমবার (১২ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, সাইকেল কেনার টাকা সংগ্রহে শুক্রবার শেওড়াপাড়ায় খালার বাসায় যায় গোলাম রব্বানী। একপর্যায়ে সুযোগ বুঝে খালার বেডরুমের আলমারি থেকে টাকা চুরি করে সে। ঘটনা দেখে ফেলে তার খালা। সবাইকে জানিয়ে দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে খালাকে ছুরি দিয়ে আঘাত করে ওই কিশোর, ঘটনা দেখে ফেলায় অপর খালাকেও ছুরিকাঘাত করে সে। পরে মৃত্যু নিশ্চিত করতে শিলপাটা দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। সিসিটিভি থেকে আসামির গতিবিধি ও ফুটেজ যাচাই করে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Ingen kommentarer fundet



















