বুধবার (২৮মে) পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
পৌর কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় মির্জাপুর পৌরসভার ৪ হাজার ৬২১টি দরিদ্র পরিবার এই সহায়তা পাচ্ছে। যেখানে প্রতি পরিবার পাবে ১০ কেজি করে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে সুবিধাভোগীদের মাঝে সর্বমোট ৪৬.২১ টন চাল বিতরণ করা হবে।
চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলী আজম সিদ্দিকী, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসানাত আকন, দায়িত্বপ্রাপ্ত রিলিফ অফিসার মাজহারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।