close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচে ড্র হলেই নিশ্চিত হচ্ছে চূড়ান্ত পর্বের টিকিট।..

বাংলাদেশ নারী ফুটবল দলের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা যেন আর থামছেই না। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াংগুনে থুয়ান্না স্টেডিয়ামে ইতিহাসের পাতায় আরেকটি সোনালী অধ্যায় লিখল বাঘিনীরা। শক্তিশালী স্বাগতিক দল মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ।

ম্যাচের নায়ক ছিলেন ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলেই জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। শক্তিশালী মিয়ানমার দল ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৭৩ ধাপ এগিয়ে, কিন্তু মাঠে সেই ফারাকের ছিটেফোঁটাও দেখা যায়নি। বরং বল দখল, আক্রমণ, এবং ফিনিশিং—সব কিছুতেই আধিপত্য দেখিয়েছে বাটলারের শিষ্যারা।

প্রথমার্ধেই এক গোল করে বাংলাদেশ এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ এলেও আবারও ঋতুপর্ণার গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় দল। শেষদিকে মিয়ানমার একটি গোল শোধ দিলেও তা ম্যাচের গতিপথ পাল্টাতে পারেনি।

এই জয়ের আগেই এশিয়ান কাপ বাছাইয়ে একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে রীতিমতো চমকে দিয়েছিল ফুটবলবিশ্বকে।

এই জয় ছিল আত্মবিশ্বাস গড়ার জন্য অন্যতম এক সিঁড়ি। আর সেই আত্মবিশ্বাসই আজকের মিয়ানমারের বিপক্ষে জয় এনে দিল।

তবে এখনো একেবারে নিশ্চিত নয় এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ। সেটি নির্ভর করছে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিতব্য বাহরাইন বনাম তুর্কমেনিস্তান ম্যাচের উপর। এই ম্যাচটি যদি ড্র হয়, তাহলে বাংলাদেশই হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন — এবং সেইসঙ্গে নিশ্চিত হয়ে যাবে মূলপর্বে খেলার সুযোগ।

কিন্তু এমনকি যদি বাহরাইন জিতেও যায়, তাতেও সমস্যা নেই। কারণ তাদেরকে পরবর্তী ম্যাচে মিয়ানমারকে হারাতে হবে। সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট সমান হলেও, হেড টু হেড বিবেচনায় এগিয়ে থাকবে বাংলাদেশ। কারণ তারা আগে বাহরাইনকে পরাজিত করেছে ৭-০ ব্যবধানে।

বাংলাদেশ নারী দলের এই জয়ে পুরো জাতি উচ্ছ্বসিত। ফুটবল পাড়ায় এখন শুধু একটাই আলোচনা—"এই দলই পারে বাংলাদেশের মেয়েদের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।"
ঋতুপর্ণার নেতৃত্বে ও বাটলারের পরিকল্পনায় বাংলাদেশ যে সত্যিকারের এশিয়ান পাওয়ার হাউজ হয়ে উঠছে, তা আর অস্বীকার করার উপায় নেই।

সবকিছু ঠিকঠাক থাকলে আজই বাংলাদেশের জন্য আসতে পারে বিশাল সুখবর। আজকের ম্যাচ ড্র হলেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এশিয়ান কাপের টিকিট পাবে, যা দেশের নারী ফুটবলের ইতিহাসে আরেকটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।

לא נמצאו הערות