close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার.....

জাকারিয়া রানা avatar   
জাকারিয়া রানা
জাকারিয়া রানা
জেলার প্রতিনিধি পটুয়াখালী

 পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭’শ গ্রাম গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটালিয়ানের একটি টহল দল অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল আলীপুর এলাকার মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের জন্য নির্ধারিত স্থানে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭’শ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৪৫ হাজার টাকা।

সূত্র আরও জানায়, জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারামুক্ত হয়েছে এবং তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Ingen kommentarer fundet


News Card Generator