পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসনাত মোহাম্মদ আরিফীন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থা ও একাডেমিক পরিবেশ প্রত্যক্ষ করতেই তার এ সফর।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রবিউল ইসলাম এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এসময় উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।