নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরপুর উপজেলা শাখা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহাদ আহমেদ, মনির হোসেন, রবিউল ইসলাম, সোনামিয়া, সাদিক হোসেন, সাকিব হোসেন ও সাজু প্রমুখ।



















