মহাখালী বাস টার্মিনালে হঠাৎ উপদেষ্টা আসিফ, লাবিবা ক্ল্যাসিককে জরিমানা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ঈদ সামনে রেখে যাত্রী হয়রানি ঠেকাতে ঢাকার মহাখালী বাস টার্মিনালে চালানো হলো আকস্মিক অভিযান। নিজে হাজির হয়ে চমকে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অতিরিক্ত ভাড়া নেওয়ায় পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা..

 

 


কোরবানির ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে ঢাকার মহাখালী বাস টার্মিনালে আজ সকাল থেকেই অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সবচেয়ে চমকপ্রদ ছিল—এই অভিযানে হঠাৎ করেই যুক্ত হন সরকারের দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত "লাবিবা ক্লাসিক লিমিটেড" নামের একটি পরিবহন কোম্পানিকে ৫,০০০ টাকা জরিমানা করে। এ জরিমানার পেছনে কারণ ছিল যাত্রীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত ভাড়া আদায়।

আইনগতভাবে এটি “সড়ক পরিবহন আইন ২০১৮”-এর ৮০ ধারা লঙ্ঘন করায় পরিবহন কর্তৃপক্ষকে এ জরিমানা গুণতে হয়। অভিযানে দেখা গেছে, অতিরিক্ত ভাড়া নেওয়া যাত্রীদের তা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,

“আমরা চাই ঈদের যাত্রা নিরাপদ, সুষ্ঠু এবং হয়রানিমুক্ত হোক। যাত্রীদের কষ্ট লাঘব করতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। অতিরিক্ত ভাড়া আদায় কিংবা কোনো ধরণের হয়রানি হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ছিল টানটান উত্তেজনা। যাত্রীরা সরকারের এমন তৎপরতা দেখে স্বস্তি প্রকাশ করেন। কেউ কেউ বলেন, "প্রথমবার দেখলাম অভিযানে এমনভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই অংশ নিচ্ছেন!"

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান,

“ভোর থেকে আমাদের টিম মাঠে কাজ করছে। আমরা নিশ্চিত করতে চাই, কেউ যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রতিদিনই এমন অভিযান চলবে।”

ঢাকার যানজট, অতিরিক্ত যাত্রী চাপ ও পরিবহনে নৈরাজ্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি অংশগ্রহণ এবং দায়ী প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক জরিমানা প্রমাণ করে—এবার ঈদযাত্রায় জনস্বার্থ সবার উপরে।

 

کوئی تبصرہ نہیں ملا