মহাদেবপুর কৃষক দলের ঈদ সামগ্রী বিতরণ

Rahmatullah Ashik avatar   
Rahmatullah Ashik
"ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমাদের অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছে। অনেকে চাকরি হারিয়েছি। এতো অত্যাচার নির্যাতনের পরও বেগম খালেদা কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের আ..

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নওগাঁর মহাদেবপুরে দেড় সহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকদলের আয়োজনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে এসব ঈদ উপহার বিতরণ করেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার সময় আমাদের অনেক নেতাকর্মী জেল জুলুম খেটেছে। অনেকে চাকরি হারিয়েছি। এতো অত্যাচার নির্যাতনের পরও বেগম খালেদা কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। শহীদ জিয়ার আদর্শ ও তারেক রহমানের আদর্শই আমাদের আদর্শ।

তিনি আরো বলেন, "ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছর ঈদ উপহার বিতরণ করে থাকি। 
এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান।"

No comments found


News Card Generator