উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ফুটবল মহাতারকা লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম সেরা ক্লাব মিশরের আল আহলি। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় ভোর ৬টায়।
একই দিন বাংলাদেশ সময় সকাল ১০টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি।
তবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগে সময়টা খুব একটা সহজ ছিল না ইন্টার মায়ামির জন্য। টানা চার ম্যাচে হার—আসছিল সমালোচনার ঝড়। তবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। মন্ট্রিয়েল ও কলম্বাসের বিপক্ষে বড় জয় এনে আত্মবিশ্বাসে ফিরেছে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যরা।
প্রথম ম্যাচের আগে মায়ামির কোচ মাশচেরানো জানান,
“দেখুন, মেসি দারুণ শেপে আছে। সে এমন একজন ফুটবলার যে একাই ম্যাচের মোমেন্টাম নিজের পক্ষে আনতে পারে। তবে শুধু লিও নয়, আমাদের স্কোয়াডে দুর্দান্ত খেলোয়াড়েরা আছে, যারা একে অপরকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত।”
অন্যদিকে, আল আহলির জন্য এটা এক ‘বিগ স্টেজ’। ১৫৮টি ট্রফি জয়ী মিশরের সবচেয়ে সফল ক্লাবটির এটি নিজেদের প্রমাণ করার বড় সুযোগ। ক্লাবটির শিরোপা সংগ্রহে আছে ৪৫টি ইজিপশিয়ান প্রিমিয়ার লিগ টাইটেলও। এই বড় ম্যাচের আগেই শক্তি বাড়াতে শৈশবের ক্লাব আল আহলিতে ফিরেছেন অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার ট্রেজেগেট।
মেসির ইন্টার মায়ামি বনাম ইতিহাসের ধারক আল আহলি—দুই দলের মুখোমুখি লড়াই নিয়ে ফুটবলবিশ্ব অপেক্ষায় এক রোমাঞ্চকর শুরু দেখার।



















