কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মেজর সিনহা চত্বরের কাছে সড়ক দুর্ঘটনায় মো. পারভেজ মোশারফ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
গতকাল রোববার (২৯ জুন) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ মোশারফ জেলার পেকুয়ার মগনামার বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।
জানা যায়, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পারভেজ ঘটনাস্থলেই নিহত হন। সাথে তার আরেকজন বন্ধু গুরুতর আহত হয়েছেন। সে চকরিয়ার ধোয়াখালীর বাসিন্দা এবং নাম সাঈদী। এ ঘটনায় সিএনজিতে থাকা আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। নিহত এবং আহতরা কয়েক ঘন্টা ঘটনাস্থলে পড়ে ছিলো বলে জানান ইলিয়াস উদ্দিন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, ‘স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Комментариев нет