close
লাইক দিন পয়েন্ট জিতুন!
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঢাকা পোস্টকে জানান, শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও জানান, আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
এদিকে, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান এবং কিছু বিতর্কিত মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এরই ধারাবাহিকতায়, স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
Tidak ada komentar yang ditemukan



















