close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচবিবির আবিদ

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

পাঁচবিবি ( জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি  উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নে কোতোয়ালীবাগ গ্রামের মেধাবী শিক্ষার্থী আবদুল্লাহ আল আবিদ আবারও দেশের অন্যতম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
আবিদ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পেয়ে আবার নিজের মেধার স্বাক্ষর রেখেছেন।
তার এই অর্জনের পেছনে যেমন রয়েছে কঠোর পরিশ্রম,  অধ্যবসায় এবং সুপরিকল্পিত প্রস্তুতির বিশেষ ভূমিকার। 
তার বাবা মোঃ রবিউল হক হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজে প্রভাষক এবং মা একজন গৃহিনী।
পরিবারের তথ্য অনুযায়ী, আবিদ প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলে। পিএসসিতে জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন এবং পাঁচবিবি এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হোন ৬ষ্ট ভর্তি হোন ।  পরে জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে ভর্তি হয়ে জেএসসি ও এসএসসি তে জিপিএ ৫ সহ ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
এরপর রাজশাহী  নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে এইচএসসি জিপিএ ৫ এবং সাধারণ গ্রেডে  বৃত্তি অর্জন করেন।
সম্প্রতি অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে আব্দুল্লাহ আল আবিদ মেধা তালিকার ১৪৭৩ তম স্থান অর্জন করেছেন।
আবদুল্লাহ আল আবিদ বলেন,  আমার আজকের এই সাফল্যের পিছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান ছিলো সবচেয়ে বেশি। আমি ডাক্তার হয়ে সত্যিকারের একজন সেবক হতে চাই। 

ছেলের এমন সাফল্যে আনন্দিত রবিউল হক বলেন, আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবে এবং মানবিক ডাক্তার হিসেবে কাজ করবে এই দোয়া করি আল্লাহ তায়ালার
কাছে।

Aucun commentaire trouvé


News Card Generator