মধুপুর পৌরসভায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে প্রচারণা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ইসমাইল হোসেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের মা-মাটি-মানুষের নেতা, স্বতন্ত্র এমপি প্রার্থী লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ মধুপুর পৌরসভা এলাকায় জনতার মার্কা ‘তালা মার্কা’র পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তালা মার্কায় ভোট চেয়ে সমর্থন কামনা করেন। এ সময় লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ বলেন, “আমি রাজনীতি করি মানুষের অধিকার ও উন্নয়নের জন্য। মধুপুর-ধনবাড়ির মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, ইনশাআল্লাহ নির্বাচিত হলে সেই আস্থার মর্যাদা রাখবো।” প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া তালা মার্কার প্রতি বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃবৃন্দ। স্থানীয়রা জানান, একজন সৎ, সাহসী ও উন্নয়নমুখী নেতৃত্ব হিসেবে লে. কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম আজাদ ইতোমধ্যে এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।