close

লাইক দিন পয়েন্ট জিতুন!

মধ্য প্রাচ্যে ৪০ হাজার মার্কিন লক্ষ্যব স্তুতে আ ঘা ত হা নবে ই রা ন?....

আব্দুল্লাহ আল মামুন avatar   
আব্দুল্লাহ আল মামুন
চলমান ইসরাইল-ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পালটা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অ..

এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা।

এ অধ্যাপক বলেন, ‘এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ; এখানে ৪০ হাজারেরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, ‘এর অর্থ হল আমরা ৪০ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারব।’

তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করবে? এবং যদি তাই হয়, তাহলে কি তারা ‘পরিমিত’ উপায়ে তা করবে, যেমন ২০২০ সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন। সে প্রশ্ন তুলেন তিনি।

কামরাভা আরও বলেন, ‘আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি। তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে, তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না।’

Geen reacties gevonden


News Card Generator