close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি! মেধা ও স্বচ্ছতায় নিয়োগ, সংবর্ধনায় কান্না-হাসির মুহূর্ত..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি! মেধা ও স্বচ্ছতায় নিয়োগ, সংবর্ধনায় কান্না-হাসির মুহূর্ত..

রিপোর্ট মেহেদী হাসান: "চাকরির জন্য ঘুষ নয়, দরকার শুধু মেধা ও যোগ্যতা"—এই বার্তা বাস্তবে রূপ দিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া। মাত্র ১২০ টাকায় আবেদন করে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করিয়েছেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল হান্নান।

আজ বৃহস্পতিবার, ২৯ মে, নরসিংদী জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে ফেব্রুয়ারি ২০২৫ সালের টিআরসি নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করা হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার নিজেই ফলাফল ঘোষণা করেন এবং সফল প্রার্থীদের হাতে ফুল ও মিষ্টি তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও, যারা সন্তানের ঘুষবিহীন চাকরির সুযোগ পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কান্না জড়ানো কণ্ঠে বলেন, “এমনটা আমরা কল্পনাও করিনি। মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাওয়া যাবে, তা স্বপ্নের মতো!”

টিআরসি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ—লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা—মূল্যায়িত হয়েছে মেধা ও নিরপেক্ষতার ভিত্তিতে। এই নিয়োগকে ঘিরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ না থাকায় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও গভীর হয়েছে।

প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “আপনারা সৌভাগ্যবান, কারণ মেধা ও যোগ্যতা দিয়েই আজকের এই অবস্থানে এসেছেন। আশা করি, ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দেশসেবার মানসিকতা নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করবেন।”

তিনি আরও জানান, এই নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ডিজিটাল ও পর্যবেক্ষণযোগ্য, যেখানে কোনো প্রভাব, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ ছিল না।

Ingen kommentarer fundet