close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মার্কিন হামলার পরিণতি ‘চিরস্থায়ী’ হবে, হুঁশিয়ারি ইরানের..

আব্দুল্লাহ আল মামুন avatar   
আব্দুল্লাহ আল মামুন
মার্কিন হামলার পরিণতি ‘চিরস্থায়ী’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  সেইসঙ্গে তিনি ওয়াশিংটনকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছেন। ..

শনিবার রাতে ইরানের তিন পারমাণবিক স্থাপনায় চালানো মার্কিন হামলার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন ইরানের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা। খবর আল-জাজিরার। 

সোশ্যাল মিডিয়া পোস্টে আরাগচি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।’

তিনি বলেন, ‘আজ (রোববার) সকালের ঘটনাগুলো (মার্কিন হামলা) অত্যন্ত ভয়াবহ এবং এর চিরস্থায়ী পরিণতি হবে। জাতিসংঘের প্রতিটি সদস্যকে অত্যন্ত বিপজ্জনক, আইনহীন এবং অপরাধমূলক আচরণের জন্য সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইরান ‘তার সার্বভৌমত্ব, স্বার্থ এবং জনগণকে রক্ষার সব অধিকার রাখে’।

শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

নিন্দা জানিয়ে এ হামলাকে জঘন্য কাজ বলে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পারমাণবিক সংস্থা জানিয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ তিন পারমাণবিক স্থাপনায় শক্রুর হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার নন-প্রলিফেরেশন চুক্তি (এনপিটি)।

Nenhum comentário encontrado


News Card Generator