স্টাফ রিপোর্টার > জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যদি মার্কা দেখে ভোট দেন তাহলে বাংলাদেশের খুব বেশি পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, আমরা একবারও বলছি না যে, আপনারা আমাদের এনসিপির নেতাদেরকেই ভোট দিন। শুধু নেতা ভালো হলে হবে না, ভোটারদেরও ভালো হতে হবে। সামান্য কিছু টাকা ও সুবিধার জন্য খারাপ মানুষের কাছে নিজেদেরকে বিক্রি করে দেবেন না। যদি তা করেন তাহলে সুন্দর বাংলাদেশ গঠন সম্ভব হবে না। তাই আগামী নির্বাচনে দল কিংবা মার্কা দেখে নয়, সৎ এবং যোগ্যদের বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন ও সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপির শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির আহ্বায়ক রেজাইল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















