এ এস এম সাইফুল্লাহ, মানিকগঞ্জ :
মানিকগঞ্জ: ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ: ১০ কেজি গাঁজাসহ নূর মোহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। রোববার (১ জুন) রাত দেড়টায় মানিকগঞ্জ জেলা কারাগারের পাশে উচুটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্ৰেপ্তার নূর মোহাম্মদ মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের মো. নয়া মিয়ার।
পুলিশের তথ্য অনুযায়ী জানা যায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এবং মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম. আমান উল্লাহ’র নেতৃত্বে এসআই শাহিনুর রহমান সাথে অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উচুটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অতঃপর রাত দেড়টায় ঢাকা-আরিচা মহাড়কের দক্ষিণ পাশে উচুটিয়া সাইফুল ইসলামের এসি অ্যান্ড ইলেকট্রিক সেন্টার নামক দোকানের সামনে ফাঁকা জায়গায় মাদকদ্রব্যসহ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এবং মাদক ব্যবসায়ীর কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর হতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য ৭ লাখ টাকা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের এ ধরনের মাদক অভিযান অব্যাহত থাকবে।



















