মানবিক ডাক্তার সোহেল রানার হাত ধরে ব্যাপক উন্নয়ন কচুয়া হাসপাতালে।
শাহাদাত হোসেন মুন্সীঃ এক সময়ে দুর্নীতি অনিয়মে ডুবে থাকা চাঁদপুরের কচুয়া ৫০ শয্যা বিশিষ্ট সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স আলোর মুখ দেখতে শুরু করেছে। বর্তমান ইউএইচও দ্বীনদার মানবিক ডাক্তার নামে খ্যাত অত্যন্ত সজ্জন ব্যক্তিত্বের অধিকারী ডাঃ সেহেল রানার হাত ধরে এগিয়ে যাচ্ছে সুন্দরভাবে হাসপাতালের সকল কার্যক্রম। আমাদের প্রতিনিধির সাথে একান্ত সাক্ষাতকারে হাসপাতালের সমস্যা ও উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি সকল বিষয়ে আলোচনা করতে গিয়ে সাবেক ইউএইচও রাজন কুমারকে উন্নয়নের সপ্নদ্রস্টা হিসাবে ধনবাদ জানান। কচুয়া হাসপাতালে এখন নয়মিত নরমাল ডেলিভারি হয়, প্রতি সপ্তাহে ২দিন সিজার করা হয়। হাসপাতালের নিয়মিত কাজ পরিচালনার জন্য ৮ জন আউট সোর্সিংয়ে লোক নিয়োগ দিয়েছেন। প্রত্যেকটি বিভাগকে ঢেলে সাজাতে ডাঃ সোহেল রানা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। হাসপাতাল আরএমও ডাঃ জাহিদ হোসাইন বলেন হাসপাতালে এখন জটিল ও কঠিন রোগীদের মোবাইল সার্জন সার্বক্ষনিক সেবা দিয়ে থাকে। বার্ন বা ভাঙ্গাচুরার চিকিৎসা, আই বিভাগে ২নার্সকে প্রশিক্ষিত করে অভিঞ্জ ডাক্তারের পরামর্শে দেয়া হচ্ছে সেবা। হাসপাতালের জেনারেটর না থাকায় সমস্যা হচ্ছে। তবে ইউএনও হাসপাতালের জেনারেটর সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন বলে জানান সোহেল রানা। প্রতি মাসে সরকারী ফান্ডে ২লক্ষাধিক টায় আয় হচ্ছে, আগে যেখানে লোকসানের পথে ছিলো।এদিকে হাসপাতালে বাউন্ডারি দেয়াল ভেঙ্গে কয়েক স্থানে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাসপাতাল হয়ে আছে অরক্ষিত। হাসপালের সমস্যা সমাধান ও উন্নয়েনে যথাযত কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। কচুয়া সরকারী হাসপাতালের ধারাবাহিক সংবাদ আসছে।