close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মালয়েশিয়ায় ১১৩ বাংলাদেশি সহ ২৩৫ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার: চলমান অভিযান

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে দেশটির অভিবাসন বিভাগ ১১৩ বাংলাদেশি সহ মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির জোহর রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত
মালয়েশিয়ায় চলমান অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযানে দেশটির অভিবাসন বিভাগ ১১৩ বাংলাদেশি সহ মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে। দেশটির জোহর রাজ্যে শুক্রবার থেকে রোববার পর্যন্ত পরিচালিত এ অভিযানে স্থানীয় পাঁচটি জেলায় অবৈধ অভিবাসী এবং তাদের নিয়োগকর্তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে দেশটির জাতীয় পত্রিকা বেরিতা হারিয়ান সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম অভিযানে গ্রেপ্তার ১৩০ জন জোহর ইমিগ্রেশন ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানিয়েছেন, তার বিভাগ অবৈধ অভিবাসীদের নিয়োগ এবং সুরক্ষা প্রদানকারী ব্যক্তিদের সঙ্গে কোনো আপস করবে না। প্রথম অভিযানে গত শুক্রবার মধ্যরাতে ১৩০ জন বিদেশী নাগরিক এবং দুটি রিফ্লেক্সোলজি সেন্টারের নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়। জোহর বাহরু, বাতু পাহাত, মেরসিং, মুয়ার এবং সেগামা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। জোহর বাহরুতে মোট ৯০ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, বাতু পাহাত থেকে ৯ জন, মেরসিং এবং মুয়ার থেকে ১২ জন এবং সেগামা থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। প্রথম অভিযানে মোট ১৮টি কারখানা এবং ১৭টি রিফ্লেক্সোলজি কেন্দ্রসহ বিভিন্ন আবাসন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ২৩৫ জনের মধ্যে ৩৬ বাংলাদেশি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ১৫ পাকিস্তানী, ৩৪ ইন্দোনেশিয়ান এবং ভারত, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং মায়ানমারের নাগরিকও রয়েছেন। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে পুরুষ এবং নারী উভয় ধরনের অভিবাসী রয়েছে। দ্বিতীয় অভিযান: ১০৫ জন গ্রেপ্তার রবিবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালানো হয়, যেখানে ১০৫ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানটি জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়, যেগুলির মধ্যে বিদেশীরা বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার্ড হাউসগুলোতে বসবাস করছিল। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭৭ জন বাংলাদেশি অভিবাসী রয়েছে। আইনি ব্যবস্থা এ অভিযানে গ্রেপ্তারকৃতরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন অনুযায়ী অপরাধ করেছে বলে জানানো হয়েছে। বর্তমানে তারা পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে আটক আছেন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রস্তুত রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এই অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে, এবং দেশটির সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।
Geen reacties gevonden