close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাহমুদুর রহমান সকল সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত : মাসুদ সাঈদী..

Md Azim Hossen avatar   
Md Azim Hossen
মাহমুদুর রহমান সকল সাংবাদিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত : মাসুদ সাঈদী


মোঃ আজিম হোসেন স্টাফ রিপোর্টার ..
বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে শুক্রবার   (২৫ এপ্রিল)  পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন উপস্থিত ছিলেন পিরোজপুর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য মাসুদ সাঈদ,   পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, বিএনপির পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব লাভলু গাজী, জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌর শাখার আমীর মাওলানা ইসহাক আলী, ছাত্রদলের পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার, পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামিমসহ পিরোজপুরের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ।এসময়  মাসুদ সাঈদী বলেন, মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে  মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে।মাহমুদুর  রহমান সকল সাংবাদিকদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। 
コメントがありません