close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল আটক

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে আটক করেছে।

মাগুরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে আটক করেছে । আজ মঙ্গলবার রাত ১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয় ।মাগুরা সদর থানার ওসি আইয়ুর আলী জানান, জেলা ছাত্রলীগের যাদের নামে মামলা হয়েছে তাদের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে ।

এ অভিযানের সূত্র ধরে , মাগুরা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলকে মঙ্গলবার রাত ১টার দিকে শহরের পারনান্দুয়ালী এলাকা থেকে আটক করে । তার নামে ৩টি মামলা রয়েছে । 


উল্লেখ্য,মীর মেহেদী হাসান রুবেল সাবেক জেলা ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী ছিল । ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে সে যুক্ত ছিল । তাছাড়া জুলাই আগষ্ট আন্দোলনে রুবেল ছাত্রলীগের নানা কর্মকান্ডেও সে অংশ নেয় । পরবর্তীতে তার নামে ৩টি নিয়মিত মামলা হয়।

No comments found


News Card Generator