মাদ্রিদের রাজা লুকা এবার মিলানে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
১৩ বছরের রাজকীয় অধ্যায় শেষ হচ্ছে। মৌসুম শুরুর সময় গুঞ্জন ছিল, এখন সেটা সত্যি—রিয়াল মাদ্রিদের সাথে লুকা মদ্রিচের সম্পর্কের ইতি ঘটছে। ক্লাব বিশ্বকাপ শেষেই ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে যোগ দিচ্ছেন এই কিংব..

খবরটি নিশ্চিত করেছেন এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। ইতালিয়ান সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি লুকার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে এক অসাধারণ পেশাদার—নেতৃত্ব, মানসিকতা এবং দলকে ঘুরে দাঁড় করানোর দুর্দান্ত ক্ষমতা তার মধ্যে আছে।"

তারে জানান, মদ্রিচ ক্লাব বিশ্বকাপ চলাকালীন আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেয়ার অনুরোধ করেছিলেন। সে অনুরোধ রেখেই মিলান অপেক্ষা করেছে। তবে এরই মধ্যে দুই পক্ষের মধ্যে চুক্তি চূড়ান্ত।
"সে মিলানের ভক্ত, এটাই গল্পটাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। সামনে বিশ্বকাপ, তাই সে মৌসুমটা নেতৃত্বের ভূমিকায় থেকেই খেলতে চায়," বলেন তারে।

৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ রিয়ালে পা রেখেছিলেন ২০১২ সালে। তারপর এক যুগ ধরে মধ্যমাঠ শাসন করে জিতেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দু’টি কোপা দেল রে এবং একাধিক সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ। ব্যালন ডি’অর জিতেও ফেলেছেন ২০১৮ সালে।

তবে বয়সের ছাপ পড়েছে স্কোয়াড পরিকল্পনায়। নতুন মৌসুমে তাকে নিয়ে আর পরিকল্পনায় না থাকার বিষয়টি স্পষ্ট করেছে মাদ্রিদ। ফলে বিদায় নিতে হচ্ছে এই কিংবদন্তিকে।

এদিকে গত মৌসুমটা এসি মিলানের জন্য ভালো ছিল না। লিগ শেষ করেছে অষ্টম স্থানে। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি নতুন করে দায়িত্ব নিয়ে দলকে গুছিয়ে তোলার কাজ শুরু করেছেন। লুকা মদ্রিচ ছাড়াও গ্রানিত জাকা, জাভি গুয়েরা ও আরডন জাশারিকে দলে টানার চেষ্টা চলছে।

Aucun commentaire trouvé


News Card Generator