ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা এবং অনলাইন আসক্তির নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে তাদের সুস্থ, সুন্দর ও মানবিক বিকাশে উদ্বুদ্ধ করতে ভালুকায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫”।
উদ্যোক্তা হিসেবে এই ব্যতিক্রমী ও সময়োপযোগী ক্রীড়া আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ফখরউদ্দিন আহমেদ বাচ্চু-সাবেক সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি; সাবেক যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি; এবং সাবেক সভাপতি, ভালুকা উপজেলা বিএনপি।
ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এক বিবৃতিতে বলেন, “মাদক, সন্ত্রাস এবং প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে তরুণ সমাজ ধ্বংসের মুখে। আমরা চাই, তারা মাঠমুখী হোক, খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক সুস্থ ও মানবিক একটি প্রজন্ম। এই টুর্নামেন্ট সেই লক্ষ্যেই আমাদের ক্ষুদ্র প্রয়াস।”
উল্লেখ্য, টুর্নামেন্টে ভালুকা উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২টি টিম অংশ নিচ্ছে। খেলা অনুষ্ঠিত হবে ভালুকার বিভিন্ন এলাকাভিত্তিক মোট ২২টি মাঠে, যেগুলোকে খেলার উপযোগী করতে ইতোমধ্যেই সংস্কারকাজ শুরু হয়েছে।
টুর্নামেন্টে থাকবে আকর্ষণীয় পুরস্কার, যা খেলোয়াড়দের উৎসাহ ও প্রেরণা জোগাবে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করবে।
এই আয়োজনকে কেন্দ্র করে ভালুকায় ক্রীড়ামোদী মানুষের মাঝে ইতোমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে। আয়োজকরা আশা করছেন, এটি ভালুকার যুবসমাজের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আগামী বছরগুলোতেও নিয়মিত আয়োজন হিসেবে জায়গা করে নেবে।