হবিগঞ্জের মাধবপুরে পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশা নিধনে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে কার্যক্রম শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে পৌরসভার বাজার মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রথম দিন ৭ নং ওয়ার্ডে ওষুধ ছিটানো হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম বলেন, মশার প্রজনন রোধে পৌরসভা এলাকায় ধারাবাহিকভাবে ওষুধ ছিটানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হবে।