close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ, ট্রাক্টরযোগে পাচার..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আফজল মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে কৃষিজমি থেকে মাটি কেটে ট্রাক্টরযোগে পাচার করা হচ্ছে।
স্থানীয়রা জানান, ফসলি জমি থেকে মাটি তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং স্বাভাবিক চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে এসব জমি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এক নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে তিন ফসলি জমি থেকে মাটি কাটার চিত্র তুলে ধরেন। মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে মাটি কর্তনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। একই সঙ্গে এক সচেতন নাগরিকও ফেসবুক লাইভে ভিডিও প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা এস এম ইকরাম বলেন,
“ফসলি জমি থেকে মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ। এটি পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন,
“কৃষিজমি থেকে মাটি কাটা আইনত নিষিদ্ধ। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেছেন, কৃষিজমি রক্ষা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Ingen kommentarer fundet


News Card Generator