মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১০ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, জামায়াত ইসলামি মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো: নবির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, শিক্ষক রিফাত আরা বেগম, মো: সুলেমান মিয়া, প্রমূখ। পরে ২০২৪ সাথে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।##



















