close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

মাধবপুরে চার মাসে ৫২ মাদক কারবারি  গ্রেফতার 

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

মাধবপুরে চার মাসে ৫২ মাদক কারবারি 
 গ্রেফতার 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে ২০২৫ সালের প্রথম চার মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৫২ মাদক কারবারি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব ঘটনায় মাধবপুর মামলা হয়েছে ৩৩ টি। জানা যায়, চলতি বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মাধবপুর থানার পুলিশ মোট ৩০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৪২ পিস ইয়াবা, ৭৭ বোতল ফেন্সিডিল  ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। গত বছর একই সময়ের তুলনায় গাঁজা উদ্ধার হয়েছে প্রায় দ্বিগুণ। জনসচেতনতা বৃদ্ধির কারণে মাদক উদ্ধারের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়।উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের মেম্বার নূরুল হাসান তপু জানান, আমাদের এলাকার ছাতিয়াইন রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে চা বাগানে আগে প্রতিদিন মাদকের আসর বসতো, এখন পুলিশের কঠোর অবস্থানের কারণে এই এলাকাসহ নোয়াপাড়া ইউনিয়ন মোটামুটি মাদকমুক্ত হয়েছে। তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি খোকন তাঁতি জানান, আগে আমাদের বাগানে মাদকসেবিদের গাড়ি ও মোটরসাইকেলের যন্ত্রনায় আমরা অতিষ্ঠ ছিলাম। কিছুদিন আগে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর পর থেকে পুলিশ ও বিজিবি  স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মাদক নির্মূলের জন্য কাজ করেছেন। এখন মাদকসেবিদের তৎপরতা অনেক কমে এসেছে। শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, পুলিশ ও বিজিবি'র তৎপরতার কারণে বর্তমানে মাদক ব্যাবসায়ী ও মাদকসেবিদের আনাগোনা অনেক কমেছে। তবে ফাঁড়ি রাস্তাগুলোতে তৎপরতা আরও বাড়ানো দরকার। চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, ৫ আগষ্টের পরে পুলিশ ও বিজিবি'র নিষ্ক্রিয়তার সুযোগে আমাদের এলাকায় মাদকের উপদ্রব খুব বেড়ে গিয়েছিল। তবে গত কয়েকমাসে মাধবপুর থানার ওসি'র উদ্যোগে কয়েকটি উঠান বৈঠক হয়েছে এবং পুলিশ ও বিজিবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে গত কয়েকমাসে মাদকের উৎপাত অনেক কমেছে। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি দায়িত্ব নেওয়ার পর মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। হবিগঞ্জের পুলিশ সুপার এর নির্দেশনায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ, সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বাড়াতে তেলিয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া( নোয়াহাটি) বাজার, হরষপুর রেলওয়ে স্টেশন, মৌজপুর বাজার, পশ্চিম মাধবপুর ফুচকাবাড়ি, জগদীশপুর তেমুনিয়া সহ গুরুত্বপূর্ণ ২০ টি স্পটে উঠান বৈঠক করেছি। প্রত্যেকটি উঠান বৈঠকে আমি স্থানীয় জনসাধারণের কাছে আমার মোবাইল ফোন নাম্বার দিয়ে এসেছি। যে কোন বিষয়ে বা তথ্য দেওয়ার জন্য তারা যেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতদিন এখানে আছি কোন মাদক ব্যাবসায়ীকে শান্তিতে থাকতে দিব না। তারা মাদক ব্যাবসা ছেড়ে দিবে, নাহয় এলাকা ছেড়ে দিবে।

Nenhum comentário encontrado